আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৮ কর্মী আহত

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৮ কর্মী আহত
আজ সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ছবি: আনিসুর রহমান/স্টার

বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ৮ কর্মী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আজ সকালে বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের আদর্শ মার্কেটে আগুন লাগে। এরপর এনেক্সকো টাওয়ার, গুলিস্তান মার্কেট, বঙ্গবাজার মার্কেট, বরিশাল প্লাজা ও পুলিশ সদর দপ্তরে আগুন ছড়িয়ে পড়ে।

এতে আরও বলা হয়, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৮ কর্মী আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সংবাদ ব্রিফিংয়ে বলেন, আহতদের ২ জন গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছেন।

তিনি আরও বলেন, আগুন নেভাতে গিয়ে গত ১ বছরে আমাদের ১৩ জন কর্মী শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন ২৯ জন।

 

Comments

The Daily Star  | English

$14b a year lost to capital flight during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

13h ago