দোকানদারদের হামলায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের ৪ কর্মী আহতের অভিযোগ

আহতদের মধ্যে রবিউল ইসলাম ও আতিকুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোকানদারদের হামলায় ফায়ার সার্ভিস সদর দপ্তরে ৪ কর্মী আহতের অভিযোগ
আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আনিসুর রহমান/স্টার

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক গজ দূরে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে দোকানদারদের হামলার অভিযোগ উঠেছে। হামলায় ফায়ার সার্ভিসের অন্তত ৪ কর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে রবিউল ইসলাম ও আতিকুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ-বিন-খালেদ জানান, হামলাকারীরা সদর দপ্তরে রাখা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আগুন নেভাতে দেরি হওয়ায় দোকানদারসহ কয়েকজন ফায়ার সার্ভিসের কার্যালয়ে হামলা চালায়। তারা ইটের টুকরো নিক্ষেপ করে, এতে কমপক্ষে ৪ জন দমকল কর্মী আহত হন।

সকাল ৬টা ১০ মিনিটের দিকে লাগা আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট। আগুন নেভানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন আরেক দমকল কর্মী মেহেদী হাসান।

লালবাগ ফায়ার সার্ভিসের কর্মকর্তা অর্জুন বারৈ জানান, অ্যানেক্স টাওয়ারের ৪ তলায় ঢুকেছিলেন মেহেদী। তবে ধোঁয়ায় সেখানে আটকে পড়েন। পরে, অন্য পাশ দিয়ে তালা কেটে তাকে বের করা হয়। এরমধ্যে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি।

Comments

The Daily Star  | English

Yunus to leave for NY on Sept 24

Chief Adviser Prof Muhammad Yunus is set to leave Dhaka for New York to attend the 79th United Nations General Assembly (UNGA) on September 24.

1h ago