টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আয়ারল্যান্ডের ৬ জনের অভিষেক
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। ভীষণ গুরুত্বপূর্ণ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে প্রায় চার বছর পর টেস্ট খেলতে নামা আয়ারল্যান্ড। আইরিশ স্কোয়াডে ৯ জন ছিলেন অভিষেকের অপেক্ষায়। তারমধ্যে ৬ জনের হয়েছে টেস্ট অভিষেক। এরমধ্যে একজনের প্রথম শ্রেণীর অভিষেকও। এছাড়া জিম্বাবুয়ে ছেড়ে আসা পিটার মুরেরও আয়ারল্যান্ডের হয়ে অভিষেক হলো।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ একাদশে রেখেছে তিন পেসার। তাসকিন আহমেদ চোটে থাকায় ইবাদত হোসেন ও খালেদ আহমেদের সঙ্গে আছেন শরিফুল ইসলামও। তিন পেসারের সঙ্গে তিন স্পিনার থাকায় বাংলাদেশের আছে ছয়টি বোলিং অপশন।
আয়ারল্যান্ড একাদশে অনেকের অভিষেকের সম্ভাবনা আগে থেকেই ছিল, হয়েছেও তাই। এই ম্যাচে টেস্ট অভিষেক হয়েছে মুরে কামিন্স, জেমস ম্যাককুলাম, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফের, লোরকান টাকার ও বেন হোয়াইটের। এরমধ্যে হোয়াইটের এবার এটি প্রথম শ্রেনীতেও অভিষেক।
আয়ারল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হলো পিটার মুরেরও। তবে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে তার। জিম্বাবুয়ের হয়ে ৮টি টেস্ট খেলেছেন মুর। ২০১৮ সালে সর্বশেষ টেস্ট খেলেছেন এই মাঠেই। বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে ৮৩ রান করেছিলেন ডানহাতি ব্যাটার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ: মুরে কামিন্স, জেমস ম্যাককুলাম, অ্যান্ডি বালবার্নি, হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফের, লোরকান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রেইন, গ্রাহাম হিউম, বেন হোয়াইট।
Comments