আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে ইউনাইটেড এয়ারের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে

আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে ইউনাইটেড এয়ারের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে
আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে ইউনাইটেড এয়ারের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে

অনিয়মে জড়িত থাকার অভিযোগে ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

স্টক মার্কেট পর্ববেক্ষক সংস্থাটি গত ৩০ মার্চ কমিশন সভায় এই সিদ্ধান্ত নিয়েছে।

বেসরকারি বিমান সংস্থাটির পতনের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী বিএসইসি এ ব্যবস্থা নিতে যাচ্ছে।

২০২১ সালে অস্থিতিশীল বাজার মূল্য এবং বেশ কয়েকটি মৌলিক কারণে কোম্পানিটির উচ্চ ঝুঁকি বিবেচনায় রেখে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দেয় ইউনাইটেড এয়ারওয়েজকে মূল ট্রেডিং বোর্ড থেকে ওভার-দ্য-কাউন্টার বোর্ডে স্থানান্তর করার জন্য।

ক্রমবর্ধমান লোকসানের মধ্যে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে  ইউনাইটেড এয়ারওয়েজ কোনো ঘোষণা ছাড়াই ফ্লাইট অপারেশন বন্ধ করে দেয়।

এটি ২০১৬-১৭ অর্থবছরে কোম্পানিটির ১৩৯.১৭ কোটি টাকা লোকসান হয়, যা আগের বছরের তুলনায় ৮.১১ শতাংশ বেশি ছিল।

কোম্পানিটি তার আর্থিক প্রতিবেদন প্রকাশ বন্ধ করার পর থেকে ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত মোট লোকসান দাঁড়ায় ২৭৭.৪১ কোটি টাকা।

২০০৫ সালের ২৮ জুন প্রতিষ্ঠিত ইউনাইটেড এয়ারওয়েজ ২০০৭ সালের ১০ জুলাই একটি ড্যাশ-৮ বিমানের মাধ্যমে তার বাণিজ্যিক কার্যক্রম শুরু করে।

 

Comments

The Daily Star  | English

Mindless mayhem

The clashes between students of three colleges continued yesterday, leaving over 100 injured in the capital’s Jatrabari.

6h ago