প্রতিবেদন নয়, শামসুজ্জামান গ্রেপ্তার শিশু নির্যাতনের জন্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে প্রতিবেদনের জন্য নয়, 'শিশু নির্যাতন' ও 'শিশুকে নিজের স্বার্থে ব্যবহারের' অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল শনিবার মন্ত্রণালয়  এই বিবৃতিটি দেয়।

এতে বলা হয়েছে, সাংবাদিক শামসুজ্জামানের গ্রেপ্তার নিয়ে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও প্রতিষ্ঠান দাবি করেছে, 'বাংলাদেশে জীবনযাপনের ব্যয়' নিয়ে প্রতিবেদন করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, যা 'সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট'।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, 'ইউক্রেন যুদ্ধের শুরু থেকে বৈশ্বিক বাজারে দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ বেড়েছে। এ নিয়ে অনেক গণমাধ্যমই ক্রমাগত প্রতিবেদন করে যাচ্ছে। তবে এ ধরনের প্রতিবেদনের জন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি।'

বিবৃতিতে আরও বলা হয়, 'ওই সাংবাদিককে (শামসুজ্জামান) শিশু নির্যাতন ও শিশুকে নিজের স্বার্থসিদ্ধির কাজে ব্যবহার করার কারণে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ৯ বছর বয়সী এক শিশুকে ১০ টাকা দিয়েছিলেন এবং ওই শিশুর নাম দিয়ে নিজের কথাগুলো লিখেছেন। এটি নিশ্চিতভাবেই শিশুর বিরুদ্ধে শোষণ ও নিপীড়নমূলক কাজ।

'দ্বিতীয়ত, তিনি মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন। এসব কর্মকাণ্ড নিশ্চিতভাবেই শাস্তিমূলক অপরাধ।

'বাংলাদেশ সরকার সব নাগরিক ও গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে বদ্ধপরিকর। তবে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সৎ সাংবাদিকতার চেতনাবিরোধী।'

বিবৃতিতে বলা হয়েছে, 'জাতিসংঘের শিশু অধিকার সনদ (সিআরসি) সমর্থনকারী হিসেবে বাংলাদেশ সরকার এ ধরনের শিশু নিপীড়নমূলক কর্মকাণ্ড সহ্য করবে না।'

উল্লেখ্য, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, প্রতিবেদক শামসুজ্জামান শামস এবং একজন সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে তাদের বিরুদ্ধে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনা হয়েছে।

এর আগে একই আইনে শামসুজ্জামান শামসের বিরুদ্ধে তেজগাঁও থানাতেও একটি মামলা হয়।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

1h ago