ডলারপ্রতি ১০৫ টাকা পাবেন রপ্তানিকারকরা

রয়টার্স ফাইল ফটো

রপ্তানিকারকদের ডলারপ্রতি ১০৫ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের ব্যাংকগুলো।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন দ্য অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ২ সংগঠনের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

মার্চের শুরু থেকে প্রতি ডলারের বিনিময়ে ১০৪ টাকা পাচ্ছেন রপ্তানিকারকরা। আগামী কার্যদিবস থেকে নতুন এই হার কার্যকর হবে বলে জানান একটি ব্যাংকের জ্যেষ্ঠ এক কর্মকর্তা।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমরানুল হক বলেন, রেমিট্যান্স ও রপ্তানি হারের মধ্যে ব্যবধান কমাতে ডলারের বিনিময় হার বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Exports rise 25% in July

RMG shipments grew 25 percent year-on-year to $3.96 billion

40m ago