খেলা শুরুর নতুন সময় ঠিক হতেই আবার বৃষ্টি

Shakib Al Hasan
ছবি: ফিরোজ আহমেদ/স্টার

টসের পর পরই শুরু হয়েছিল বৃষ্টি। সেই বৃষ্টিতে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। ৭৫ মিনিট নষ্ট হয়ে খেলা শুরুর সময় নির্ধারিত হয় ৩টা ১৫ মিনিটে। কিন্তু সময় নির্ধারণের পর পরই আবার নেমেছে বৃষ্টি। 

বুধবার  চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টির নতুন সময় ঠিক হয়েছিল ৩টা ১৫ মিনিটে। ম্যাচ হওয়ার কথা ছিল ১৯ ওভারের। পৌনে তিনটায় এই প্রতিবেদন লেখার সময় আবার নামে বৃষ্টি। মাঠকর্মীরা ফের কাভার দিয়ে ঢেকে রেখেছেন উইকেট। ম্যাচ নিয়ে ফের তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

এর আগে দুপুর দেড়টায় ঠিক সময়েই হয় টস। তখন আকাশ ছিল ঘন কালো মেঘে ঢাকা। টসে জিতে আয়ারল্যান্ড অধিনায়ক বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠান। খানিক পরই নামে প্রবল বৃষ্টি। মিনিট বিশেক মুষল ধারে বৃষ্টির পর মাত্রা কমে যায়। ২টা ২৫ মিনিটে বৃষ্টি থামার পর সরানো হয় কাভার। মাঠ দ্রুত তৈরি হয়ে যাওয়ায় খেলা শুরুর সময় দেন দুই আম্পায়ার। কিন্তু তাতেও পড়ল বাগড়া। 

প্রথম টি-টোয়েন্টিতে ডিএলএস মেথডে আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের ম্যাচে একই একাদশ নিয়ে নামা বাংলাদেশকে অপেক্ষায় রাখছে প্রতিকূল আবহাওয়া। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, রস অ্যাডাইয়ার, লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলেনি, মার্ক অ্যাডাইয়ার, ফিওন হ্যান্ড , গ্রাহাম হিউম, বেন হোয়াইট।

Comments

The Daily Star  | English

Consensus key to reforms, election

Chief Adviser Muhammad Yunus yesterday said reforms without consensus and elections without reforms would not be able to take Bangladesh forward.

8h ago