মোবাইল নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া, ব্যাটারির পানি পানে মা-শিশুর মৃত্যু

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের কুতুবদিয়ায় মোবাইল ব্যবহার নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে ব্যাটারির পানি পান করে মা ও ১০ মাসের সন্তানের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাতে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চাঁদের ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দ্য ডেইলি স্টার বলেন, 'উত্তর ধুরুং এলাকায় পরিত্যক্ত ব্যাটারির পানি পান করে মা ও ১০ বছরের কন্যা শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ ২টির ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

তিনি আরও বলেন, 'এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ছাবের আহমদ বলেন, 'মা ও শিশুর মৃত্যুর বিষয়টি আমি কুতুবদিয়া থানার ওসিকে জানিয়েছি। নয়নমনির পিতা এ বিষয়ে মামলা করবেন বলে আমাকে জানিয়েছেন।'

নয়নমনির শাশুড়ি ছমুদা বেগম বলেন, '২ বছর আগে নয়নমনির সঙ্গে মোহাম্মদ রাশেদ ওরফে মানিকের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে তেমন বনিবনা হচ্ছিল না। তাদের মধ্যে প্রায়ই ঝগড়ার ঘটনা ঘটত। নয়নমনির মোবাইল ব্যবহারকে কেন্দ্র করে মানিকের সঙ্গে তর্কাতর্কি হয়। এ নিয়ে গতকাল সন্ধ্যায় নয়নমনি প্রথম তার শিশুসন্তানকে সৌরবিদ্যুতের পরিত্যক্ত ব্যাটারির পানি পান করায় ও পরে নিজে পান করেন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১১টার দিকে নয়নমনি ও তার শিশু কন্যা মেহেরমনির মৃত্যু হয়।'

এ ঘটনার পর নয়নমনির স্বামী মো. রাশেদ প্রকাশ মানিক আত্মগোপন করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

Comments