শ্যামনগরে কালবৈশাখীতে ৪০০ ঘরবাড়ি বিধ্বস্ত

শ্যামনগরে কালবৈশাখীতে ঘরের ছাউনি উড়ে গেছে বাড়িটির। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরের দুই ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে গেছে। রমজাননগর ও কৈখালী ইউনিয়নে এই ঝড়ে চার শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

আজ দুপুর ১২টার দিকে ওই দুই ইউনিয়নের কালিঞ্চি, পূর্ব কৈখালী, বোসখালি ও পশ্চিম কৈখালী গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে ঘরবাড়ির ক্ষয়ক্ষতির পাশাপাশি গাছপালা উপড়ে গেছে। সুন্দরবন সংলগ্ন মামুদো নদীতে এ সময় রুহুল গাজী নামে এক জেলে নিখোঁজ হন। তার বাড়ি শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামে।

রমজাননগর ইউনিয়নের সদস্য আজগর আলী জানান, আকাশ মেঘে কালো হয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আকষ্মিক ঝড়ে তার বসত ঘরের ছাউনি উড়ে যায়। একই বর্ণনা দেন ওই গ্রামের চিংড়িঘেরের শ্রমিক মোস্তাফিজুর রহমান ও জাহিদ গাজী। তারা জানান, আকষ্মিক ঝড়ে তাদের বসত ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান, দুপুর ১২টার একটু আগে হঠাৎ ঝড় ওঠে। সুন্দরবনের রায়মঙ্গল নদীর দিক আসা ঝড় ৩-৪ মিনিটের মধ্যে তার ইউনিয়নের পূর্ব কৈখালী, পশ্চিম কৈখালী ও বোসখালি গ্রামে আঘাত হানে। ঝড়ে ৫০টি ঘরবাড়ি সম্পূর্ণ ও তিন শতাধিক ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে।

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

3h ago