চট্টগ্রাম

মিথ্যা তথ্য দিয়ে আমদানি করা ১ কনটেইনার মদ জব্দ

জব্দ করা মদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে আমদানি করা একটি চালান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা। 

আজ বৃহস্পতিবার এই চালান জব্দ করা হয়।

কর্মকর্তারা জানান, নথিতে ২৭ হাজার কেজি সোডা অ্যাশ আমদানির ঘোষণা দিলেও, সশরীরে পরীক্ষা করে মোট ১৬ হাজার ৮২৪ লিটার মদ পাওয়া গেছে। যার আনুমানিক শুল্কায়নযোগ্য মূল্য প্রায় ২ কোটি ৪৩ লাখ টাকা এবং এর সঙ্গে জড়িত রাজস্ব প্রায় ১৪ কোটি ৯০ লাখ টাকা। 

কাস্টমসের নথি অনুযায়ী, ঢাকাভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান বিসমিল্লাহ করপোরেশন চলতি মাসের মাঝামাঝি সংযুক্ত আরব আমিরাত থেকে ৬৫০ প্যাকেজ সোডা অ্যাশের একটি চালান আমদানি করে। তবে, কাস্টমস কর্তৃপক্ষ গোপন সূত্রে চালানটি জব্দ করে এবং ৪০ ফিটের কনটেইনার থেকে রেড লেবেল, ব্ল্যাক লেবেল, শিভাস রিগালসহ বিভিন্ন ব্র্যান্ডের মদ পায়।

কাস্টমস সূত্র জানায়, আমদানিকারকরা চালানটি বন্দর থেকে কনটেইনার ডিপোতে স্থানান্তরের চেষ্টা করে।

কাস্টমস কর্মকর্তারা জানান, আমদানিকারকরা সোডা অ্যাশের জন্য ৩৫ থেকে ৪০ শতাংশ আমদানি শুল্ক প্রদান করার কথা। আর যাদের মদ আমদানির অনুমতি আছে, তাদের জন্য মদ আমদানি ক্ষেত্রে ৬০৫ দশমিক ৮০ শতাংশ শুল্ক দিতে হয়।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফয়জুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে চালানটি জব্দ করা হয়। আজ পরীক্ষা করে সেখানে মদ পাওয়া গেছে। তবে কী পরিমাণ মদ রয়েছে, তা পরিমাপ করতে কিছুটা সময় লাগবে।'

এ বিষয়ে জানতে বিসমিল্লাহ করপোরেশনের ওয়েসবাইটে দেওয়া নম্বরে ২ বার ফোন করলেও কেউ ধরেননি।

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

39m ago