জঙ্গলে পড়ে ছিল পাড়া প্রধানের গুলিবিদ্ধ মরদেহ
বান্দরবানের রোয়াংছড়িতে এক পাড়া প্রধানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়।
নিহত থিয়ান চুয়াল বম (৭৪) উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামথার পাড়ার কারবারি (পাড়া প্রধান) ছিলেন।
আজ বুধবার বিকেলে রামথার পাড়ার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে রামথার পাড়া এলাকার জঙ্গলে থিয়ান চুয়াল বমের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে ৩টি বন্দুকসহ থিয়ান চুয়াল বমের মরদেহ উদ্ধার করে।
ওসি আবদুল মান্নান বলেন, 'স্থানীয়দের তথ্য পেয়ে ঘটনাস্থল হতে ৩টি গাদা বন্দুক ও থিয়ান চুয়াল বমের মরদেহ উদ্ধার করা হয়েছে।'
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
Comments