ত্রিশালে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩০

আজ শনিবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর উকিলবাড়ী এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন ।

আজ শনিবার সকালে ওই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আছেন, কবি নাসির মামুন ও কবি রওশন ঝুনু। বাসচালক গুরুতর আহত হয়েছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন জানান, ঢাকাগামী বাস ও ট্রাকের সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে। এতে ২ কবিসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।                                                                                     

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

8h ago