সেন্টমার্টিনে চবি শিক্ষক-শিক্ষার্থীদের উপর জাহাজ কর্মচারীদের হামলার অভিযোগ

Saintmartin.jpg
প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ছবি: স্টার ফাইল ফটো

সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা জাহাজ কর্মচারীদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে সেন্টমার্টিন ঘাটে বসে ক্রজ নামের একটি জাহাজে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেন্টমার্টিন থেকে ফেরার পথে জাহাজে বসার সিট দেওয়াকে কেন্দ্র করে জাহাজ কর্মচারীরা চবি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে জাহাজ কর্মচারীরা সেন্টমার্টিন ঘাটের লোকজন নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলা চালায়।

পরে জাহাজের অন্যান্য যাত্রীরা পরিস্থিতি শান্ত করেন। সন্ধ্যা ৬টায় জাহাজটি টেকনাফ এসে পৌঁছে।

চবির অর্থনীতি বিভাগের শিক্ষক ফজলে রাব্বি দ্য ডেইলি স্টারকে বলেন, আমাদের ৭৬টি টিকেট অগ্রিম করা ছিল। কিন্তু ফেরার পথে জাহাজ কর্মচারীরা আমাদের বসার সিট দিচ্ছিল না। এ বিষয়টি কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে জাহাজ কর্মচারীদের বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে তারা হামলা চালায়। এতে আমাদের ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

ফজলে রাব্বি আরও জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় অভিযোগ দায়ের প্রক্রিয়া চলছে।

রাত সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীরা টেকনাফ মডেল থানায় অবস্থান করছিলেন।

Comments

The Daily Star  | English

Govt mulling incorporating ‘three zero’ theory into SDG

The government is considering incorporating the "three zero" theory of Chief Adviser Professor Muhammad Yunus into Sustainable Development Goals (SDGs)

9m ago