ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১৭ বাংলাদেশি উদ্ধার
ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১৭ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে উপকূলে নিয়েছে ইতালি কর্তৃপক্ষ।
ইতালির সংবাদমাধ্যম এএনএসএ-এর প্রতিবেদনের বরাত দিয়ে আজ মঙ্গলবার রয়টার্স জানায়, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের সবাই বাংলাদেশের নাগরিক। তাদের সিসিলির শহর পোজালোতে নেওয়া হয়েছে।
ইতালির কোস্টগার্ড জানায়, লিবিয়া থেকে ইতালি অভিমুখে যাত্রা করা নৌকাটি গত রোববার বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে ডুবে যায়। এ ঘটনায় ৩০ অভিবাসনপ্রত্যাশী সাগরে ডুবে গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি ক্যালাব্রিয়ার দক্ষিণাঞ্চলের কাছে জাহাজডুবির ঘটনায় ৭৯ অভিবাসনপ্রত্যাশী মারা যান।
Comments