রামুতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত, আহত ২

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের রামুতে দূর্বৃত্তদের গুলিতে মোটরসাইকেল আরোহী ১ যুবক নিহত এবং ২ জন আহত হয়েছেন।

আজ রোববার দুপুরে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ ইরফান (২০) নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর এলাকার শফিউল আলম কুতুবের ছেলে। আহতদের মধ্যে একজনের নাম মো. শাহীন বলে জানা গেলেও অপরজনের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি।

স্থানীয়দের বরাতে ওসি আনোয়ার হোসাইন জানান, রোববার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর থেকে দুটি মোটর সাইকেল নিয়ে ইরফান ও শাহীনসহ ৪ জন গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলীর পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় পাহাড়ের ঝোপ-জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকা অজ্ঞাত দূর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।

এতে মোটরসাইকেলের ৩ আরোহী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. ইরফানকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, 'কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে পুলিশ এ ব্যাপারে এখনো নিশ্চিত নয়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

4h ago