কক্সবাজার-৩

নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার গাড়ি ভাঙচুরের অভিযোগ

কক্সবাজার
ছবি: সংগৃহীত

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদের ঈগল প্রতীকের প্রচারণার অটোরিকশায় ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে রামু বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

মিজান সাঈদ বলেন, 'নিয়মিত প্রচারণার অংশ হিসেবে ঈগল প্রতীকের অটোরিকশাটি রামু বাইপাস এলাকায় পৌঁছলে নৌকা প্রতীকের সমর্থকরা শ্লোগান দিয়ে গাড়িটিতে ভাঙচুর চালায়। এ সময় অটোরিকশায় থাকা এক কর্মীকে মারধরও করা হয়। আহত কর্মীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।'

অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী সাইমুম সরওয়ার কমল বলেন, 'এটি আমার বিরুদ্ধে অহেতুক, ভিত্তিহীন, পরিকল্পিত ও মিথ্যা অভিযোগ। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এ ধরনের ঘটনার কোনো ইতিহাস নেই। আমার কোনো কর্মী এমন ঘটনায় জড়িত নয়। আমি সব প্রার্থীকে স্বাগত জানাই, যাতে নির্বাচন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হয়।'

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ঘটনার খবর পেয়ে তিনিসহ রামু উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভাঙচুরের একটি ঘটনা ঘটেছে। কারা করেছে নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

5h ago