‘২৭০০ টন তুলা মজুত থাকায় আগুন নেভাতে সময় লাগছে’
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/03/11/army-at-sitakundu.jpg)
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার ওই গুদামে ২ হাজার ৭০০ টন তুলা মজুত ছিল। সেই কারণেই আগুন নেভাতে সময় লাগছে।
আজ শনিবার রাতে জেলা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'এত পরিমাণে তুলার মতো দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লাগছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীর ৪টি ইউনিট কাজ করছে। এ ছাড়া, নৌ বাহিনী ও বিমান বাহিনীর ফায়ার ফাইটিং টিমও ঘটনাস্থলে আছে।'
এই ঘটনায় চট্টগ্রামের স্থানীয় সরকারের উপ-পরিচালক বদিউল আলমকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি করে জেলা প্রশাসন। আগামী ৫ কর্মবিদসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আজ সকাল সাড়ে ১০টায় এই আগুনের সূত্রপাত হয়। রাত ৯টা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো যায়নি। এখন ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত নেই।
Comments