সীতাকুণ্ড

সাড়ে ৯ ঘণ্টায়ও নেভেনি আগুন, সশস্ত্র বাহিনীর সহায়তা চেয়েছি: ডিসি

রোববার ভোররাতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি: রাজীব রায়হান/স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় তুলার গুদামে লাগা আগুন আজ শনিবার রাত ৮টা পর্যন্ত পুরোপুরি নেভানো যায়নি।

আজ সকাল সাড়ে ১০টায় এই আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

ঘটনাস্থল থেকে তিনি জানান, এখন ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের অব্যাহত চেষ্টার পরেও আগুন এখনো নেভানো যায়নি। আগুন নেভাতে সশস্ত্র বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।

'আশপাশে পানি না থাকায় দূর থেকে পানি আনতে হচ্ছে। ফায়ার সার্ভিস আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা সশস্ত্র বাহিনীর সহায়তা চেয়েছি', বলেন তিনি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এসএল গ্রুপের মালিকানাধীন ইউনিটেক্স গ্রুপের এই গোডাউনটি কুমিরার নেমসন কন্টেইনার ডিপোর পাশে অবস্থিত। গত ১ সপ্তাহ যাবত গোডাউনটিতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের আগুনের স্ফূলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত।

অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত নেই।

Comments