পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে: ফায়ার সার্ভিস
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকার তুলার গুদামের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্তণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, 'এখানে আশপাশে ৩টি পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে। এছাড়া এখানে পানির রিজার্ভ নেই। তাই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আমরা আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে স্পেশাল পানির রিজার্ভ এনেছি।'
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, তুলার গুদামটি অনেক বড় এলাকা। সেখানকার সাইনবোর্ডে লেখা আছে ১.৯৪ একর। সেখানে জরুরি কোনো প্রবেশপথ না থাকায় ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেঙে ৩টি প্রবেশপথ বানিয়েছে।
Comments