আফগানিস্তানে বোমা বিস্ফোরণে প্রাদেশিক গভর্নর নিহত

নিহত গভর্নর
নিহত গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের তালেবান গভর্নর নিজ কার্যালয়ে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিল কার্যালয়ে আসার পরপরই এ বিস্ফোরণ হয়। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে ক্ষমতায় আসার পর নিহত তালেবান কর্মকর্তাদের মধ্যে তিনিই সবচেয়ে উচ্চপদস্থ।

বলখ পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি বলেন, 'সকাল ৯টার দিকে গভর্নরের কার্যালয়ের দ্বিতীয় তলায় বিস্ফোরণটি ঘটে।'

স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। তাৎক্ষণিকভাবে এ বোমা হামলার দায় কেউ স্বীকার করেনি।

তবে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইটারবার্তায় বলেন, গভর্নর 'ইসলামের শত্রুদের বিস্ফোরণে শহীদ' হয়েছেন। এ ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।

এর আগে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের গভর্নর থাকাকালে মুজাম্মিল ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা গেছে। গত অক্টোবরে তিনি বলখে বদলি হন।

পুলিশ জানিয়েছে, হামলায় অন্তত আরও একজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

বিস্ফোরণে আহত খাইরুদ্দিন বার্তাসংস্থা এএফপিকে বলেন, 'একটা বিস্ফোরণ হয়। আমি মাটিতে পড়ে যাই। বিস্ফোরণে এক বন্ধুর হাত উড়ে যেতে দেখলাম।'

একদিন আগে প্রাদেশিক তালেবান কর্তৃপক্ষ দাবি করেছিল যে তারা বলখের রাজধানী মাজার-ই শরীফে ৮ 'বিদ্রোহী ও অপহরণকারীকে' হত্যা করেছে। 'বিদ্রোহী' গোষ্ঠীর নাম নির্দিষ্ট করা হয়নি।
 

Comments

The Daily Star  | English

Crimes against humanity: trial against Hasina begins at ICT

Co-accused in the case are former home minister Asaduzzaman Khan Kamal and former IGP Abdullah Al-Mamun

40m ago