টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, হৃদয়ের অভিষেক, ফিরলেন রনি-শামীম

Toss
ছবি: ফিরোজ আহমেদ

ওয়ানডে সিরিজে সবগুলো ম্যাচেই টস জিতেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতেও ভাগ্য থাকল পক্ষে। টসে জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। অনুমিতভাবেই অভিষেক হয়েছে ব্যাটার তৌহিদ হৃদয়ের। অভিষেকের ৮ বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন রনি তালুকদার।

একাদশে তিন পেসারের সঙ্গে রাখা হয়েছে বিশেষজ্ঞ দুই স্পিনার। জায়গা হয়নি নুরুল হাসান সোহানের, যিনি গত বিশ্বকাপেও ছিলেন দলের সহ-অধিনায়ক। তার বদলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারিও। শামীম ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর বাদ পড়েছিলেন। বিপিএলে ঝলক দেখিয়ে আবার ফিরে পেয়েছেন জায়গা।

Towhid Hridoy
সাকিবের কাছ থেকে প্রথম ক্যাপ বুঝে নিলেন তৌহিদ হৃদয়। ছবি: ফিরোজ আহমেদ

রনি তার একমাত্র টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৫ সালে। এরপর বাংলাদেশ আরও ১০০টি ম্যাচ খেলে ফেলার পর ফেরা হলো তার। দুই টি-টোয়েন্টির মাঝে সবচেয়ে দীর্ঘ বিরতিতে দিয়ে ফেরা বাংলাদেশের ক্রিকেটার তিনি। বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ চারশোর বেশি রান করেন ডানহাতি রনি। স্কোয়াডে ডাক পেয়ে একাদশেই জায়গা পেলেন আগ্রাসী ওপেনার। বিপিএলে ঝলক দেখিয়ে টি-টোয়েন্টি দলে আসায় হৃদয়ের অভিষেকের আভাস ছিল, সেটাই হয়েছে।

ইংল্যান্ড তাদের একাদশে রেখেছে পাঁচটি পেস বোলিং অপশন। আছেন অফ স্পিনার মঈন আলি ও লেগ স্পিনার আদিল রশিদ। স্কোয়াডে থাকা ১৩ জনের মধ্যে রিস টপলি ও রেহান আহমেদকে বাইরে রেখেছে তারা। 

বাংলাদেশের একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।

ইংল্যান্ডের একাদশ: জস বাটলার, ফিল সল্ট, ডাভিড মালান, বেন ডাকেট, মঈন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ, জোফরা আর্চার।

Comments

The Daily Star  | English