কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রলীগ নেতার ওপর হামলা

হামলার পর ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ছাত্রলীগ নেতা-কর্মীদের অবস্থান। ছবি: সংগৃহীত

ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য বিলুপ্ত কমিটির ৩ নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাস সংলগ্ন জামিয়া মোহাম্মদিয়া ও শিশু সদন কমপ্লেক্সের সামনে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হৃদয় এবং বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম রোহান আহত হন।

হামলার শিকার সালমান বলেন, 'অর্থনীতি বিভাগের অষ্টম ব্যাচের কাওসার আমাকে ঘুষি মারে এবং লাঠি দিয়ে আমার গায়ে, হাতে ও পায়ে আঘাত করে। এরপর আরেকজন আমাকে সিএনজি করে নিয়ে যায়।'

পরে নেতাদের ওপর হামলা প্রতিবাদে বিক্ষোভ করেন ক্যাম্পাসের ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের নজরুল হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হোসাইন বলেন, 'বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্যাম্পাসে ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।'

বিক্ষোভ করার সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রক্টরের বিরুদ্ধে স্লোগান দেন ও তার পদত্যাগ দাবি করেন। ছাত্রলীগ নেতাদের অভিযোগ, হামলাকারীদের মধ্যে যুবদল নেতা রনি, বিপ্লব চন্দ্র দাস ও ইকবাল খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে প্রক্টর কাজী ওমর সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়েছি, পুলিশকে জানিয়েছি। যারা হামলা করেছে তারা বিশ্ববিদ্যালয়ের কেউ না।'

৩ নেতার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এস এম আতিকুল্লাহ বলেন, 'ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। হামলার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

Comments

The Daily Star  | English

US welcomes Bangladesh election plan

The US yesterday welcomed plans by Bangladesh's interim leader to hold elections next year or in early 2026

41m ago