যুক্তরাষ্ট্র

চলন্ত উড়োজাহাজে কেবিন ক্রুর ওপর হামলা, যুবক গ্রেপ্তার

বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি: রয়টার্স
বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে চলন্ত উড়োজাহাজে দরজার তালা অকেজো করা ও ফ্লাইট অ্যাটেনডেন্টের ওপর হামলার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। 

লস অ্যাঞ্জেলস থেকে বোস্টনগামী উড়োজাহাজে ৩৩ বছর বয়সী ফ্রানসিস্কো সেভেরো তোরেস আতংকের সৃষ্টি করেন। তিনি উড়োজাহাজের একটি দরজার তালা অকেজো করে দেওয়ার পর ক্রুদের সতর্ক করা হয়।

এরপর তোরেস ভাঙা চামচ ব্যবহার করে ১ ক্রু সদস্যকে আক্রমণ করেন।

তাকে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার গ্রেপ্তার করা হয়।

ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণের ১ ঘণ্টারও কম সময় আগে ককপিটে অবস্থানরত ফ্লাইট ক্রুরা সতর্কবাণী পান যে উড়োজাহাজের একটি দরজার তালা 'অকার্যকর' করা হয়েছে।

১ ফ্লাইট অ্যাটেনডেন্ট বিষয়টি পরীক্ষা করতে যেয়ে আবিষ্কার করেন, দরজার লক-হ্যান্ডেলটি পুরোপুরি তালাবদ্ধ অবস্থান থেকে সরানো হয়েছে এবং এর জরুরি স্লাইড অকেজো করে দেওয়া হয়েছে।

তিনি সন্দেহ করেন, এ কাজের জন্য তোরেস দায়ী, কারণ তাকে কিছুক্ষণ আগে দরজার আশেপাশে ঘুরাঘুরি করতে দেখা গেছে।

তোরেসকে ১ অ্যাটেনডেন্ট এ বিষয়ে প্রশ্ন করলে, তোরেস জানতে চান দরজার আশেপাশে ক্যামেরা আছে কি না।

তোরেসের বিরুদ্ধে আনা অভিযোগপত্র অনুযায়ী, এই আলাপের পর অ্যাটেনডেন্ট উড়োজাহাজের ক্যাপ্টেনকে জানান এই যাত্রী 'উড়োজাহাজের জন্য হুমকি এবং ক্যাপ্টেনের উচিৎ হবে যত দ্রুত সম্ভব উড়োজাহাজ অবতরণ করা'।

অভিযোগপত্রে আরও বলা হয়, ফ্লাইট অ্যাটেনডেন্টের সঙ্গে আলোচনার কিছুক্ষণ পর তোরেস ১টি ভাঙা ধাতব চামচ নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং গলার অংশে ৩ বার আঘাত করেন।

উড়োজাহাজের যাত্রীরা তোরেসকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অ্যাটেনডেন্টকে বাঁচান।

তোরেস উড়োজাহাজে ওঠার পর থেকেই অদ্ভুত আচরণ করছিলেন। উড়োজাহাজ উড়তে শুরু করার সময় তিনি পাশের আসনের যাত্রীকে জিজ্ঞাসা করেন জরুরী বহির্গমন পথটি কোথায়।

তোরেস পুলিশকে জানান, তিনি ভেবেছিলেন ফ্লাইট অ্যাটেনডেন্ট তাকে খুন করতে যাচ্ছেন।

ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। ইউনাইটেড এয়ারলাইন্স ক্রু ও যাত্রীদেরকে 'দ্রুত উদ্যোগের' জন্য ধন্যবাদ জানান।

এ ঘটনার পর তোরেসকে ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট থেকে নিষিদ্ধ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচারবিভাগ জানিয়েছে, 'বিপদজনক অস্ত্রের মাধ্যমে ফ্লাইট ক্রু সদস্যদের কাজে বাধা দেওয়া বা বাধা দেওয়ার চেষ্টার অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও আড়াই লাখ ডলার জরিমানা পর্যন্ত সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে'।

বিচারবিভাগ আরও জানায়, 'আদালতে সন্দেহাতীতভাবে অপরাধী প্রমাণিত না হওয়া পর্যন্ত তোরেসকে নিরপরাধী হিসেবে বিবেচনা করা হবে'।

 

Comments

The Daily Star  | English

Bangladeshi migrants in malaysia: Dhaka’s uphill battle to break syndicate chains

Now, as Malaysia prepares to begin fresh labour recruitments, opening the market to Bangladeshis and ensuring migrants' rights will figure high in the upcoming meetings.

13h ago