কে ভালো, কে খারাপ—রিপোর্ট করার দায়িত্ব গোয়েন্দা সংস্থার: কাদের
জনপ্রিয়তা যাচাই করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, 'একটি সরকার যখন ক্ষমতায় থাকে, তখন গোয়েন্দা সংস্থা সরকারের ভেতরের ভালো-খারাপ, কে ভালো, কে খারাপ, কে গ্রহণযোগ্য, কে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে, কে অপকর্ম করছে; এসব রিপোর্ট করার দায়িত্ব তাদের।'
আজ সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তিনি এই কথা বলেন।
আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'প্রতি ৬ মাসে আমরা একটি জরিপ প্রধানমন্ত্রী নিজে করান। বিভিন্ন গোয়েন্দা সংস্থা করছে, প্রধানমন্ত্রী নিজেও বিশেষজ্ঞদের দিয়ে জরিপ করাচ্ছেন। এখন প্রতি ৩ মাসে এই জরিপ হচ্ছে। আর আমাদের নিজস্ব উপায়ে সাংগঠনিকভাবে, দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছ থেকে আমরা ফিডব্যাক পাচ্ছি। আমাদের সিদ্ধান্ত, জনগণের কাছের অধিকতর গ্রহণযোগ্য ব্যক্তিকে আমরা মনোনয়ন দেবো। প্রার্থী অনেকেই হতে পারে।'
বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিপোর্ট তেরি করছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে আপনারা বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করছেন, এটা একটি রাজনৈতিক দল করতে পারে কি না—গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'গোয়েন্দা সংস্থার এটা দায়িত্ব। একটি সরকার যখন ক্ষমতায় থাকে, তখন গোয়েন্দা সংস্থা সরকারের ভেতরের ভালো-খারাপ, কে ভালো, কে খারাপ, কে গ্রহণযোগ্য, কে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে, কে অপকর্ম করছে; এসব রিপোর্ট করার দায়িত্ব তাদের।'
তিনি বলেন, 'অপকর্মের রিপোর্ট তো করতে হবে! সামনাসামনি তাদের সেই সুযোগটা আছে। তারা সেটা করে এবং করবে। আমি বলছি, প্রধানমন্ত্রী নিজেও একটি জরিপ করাচ্ছেন। শুধু যে গোয়েন্দা সংস্থার ওপর নির্ভর করে আমরা মনোনয়ন দেবো, তেমন না। আমাদের সাংগঠনিক উপায় আছে, প্রধানমন্ত্রীর নিজস্ব একটা মেকানিজম আছে, যেটা দিয়ে তিনি রিপোর্ট করাচ্ছেন।'
Comments