বেশি গরম পড়লে বিএনপি বলবে দোষ আওয়ামী লীগের: কাদের

ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল যেভাবে বলছেন, বাংলাদেশে এই মহূর্তে খুব বেশি গরম পড়লে বলবেন দোষ আওয়ামী লীগের।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে তিনি এই কথা বলেন।

বিএনপির আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, 'পৃথিবীর কোনো দেশে কোনো আন্দোলন জনগণের সম্পৃক্ততা ছাড়া সফল হয় না। তারা যত কিছুই করেছে সব কিছু সীমিত ছিল তাদের নেতাকর্মীদের অংশগ্রহণে। সেই অংশগ্রহণ এখন অনেকটা কমে গেছে। কাজেই এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে ভাবছি না।'

তিনি বলেন, 'তারা (বিএনপি) রাজনৈতিকভাবে আন্দোলন করলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। তারা যদি সহিংস আন্দোলন করে, সে ক্ষেত্রে অবশ্যই, আমরা ক্ষমতায় আছি, জনস্বার্থে, জনগণের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা আমরা অবশ্যই পালন করব।'

এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, 'অর্থনৈতিক সংকট আছে। এটা আসলে চ্যালেঞ্জের ব্যাপার। কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অচিরেই থেমে যাবে এমন কোনো লক্ষণ নেই। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এখনো চলছে। এর ফলে সারা দুনিয়ায় ডলারের মূল্যবৃদ্ধি। বাংলাদেশেও সংকট আছে। আমাদের বেশি টাকায় আমদানি করতে হচ্ছে কিন্তু বিক্রি করতে হচ্ছে কম দামে। সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এখানে পরিস্থিতি সামাল দেওয়াই একটা চ্যালেঞ্জ।'

কথা বললেই মামলা দেওয়া হচ্ছে বিএনপির এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'কথা বললেই মামলা দেয়, প্রমাণ কী? কোথায় মামলা দিয়েছে? তারা পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার প্রকাশ্যে স্লোগান দিচ্ছে এবং প্রতিদিন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিনিয়ত তারা আক্রমণ করছে। দেশের পরিস্থিতি নিয়ে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। এরপরও কি তাদের নেতারা জেলে আছে? তারা তো সব বাইরেই আছে। যার যা খুশি তাই বলে যাচ্ছে।'

আরেক প্রশ্নের জবাবে বিএনপি একাত্তরের চেতনায় বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন, 'তারা এই দেশের একাত্তরের চেতনাবিরোধী সাম্প্রদায়িক শক্তি। তাদের দৃষ্টিভঙ্গি যে কারণে ভিন্ন। শান্তি সমাবেশ আমরা করছি জনগণের জানমাল রক্ষায়, কারণ বিএনপির আন্দোলন মানেই আগুন সন্ত্রাস। এটা ২০১৩-১৪ সালে সবাই দেখেছে।'

'আমরা শান্তি সমাবেশ করছি, তাদের সমাবেশও শান্তিতে হোক সেটা চাই,' বলেন তিনি।

বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, 'পঞ্চগড়ের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কারা উসকানি দিয়েছে, এর মধ্যে যারা গ্রেপ্তার হয়েছে, তাদের নেতাও আছে। এখন তারা যে স্বাভাবিক পথে যেতে চায় না, তাদের আন্দোলনে ভাটা নেমেছে। সেই কারণে তারা এখন নাশকতার দিকে যাচ্ছে কি না সেটা কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে। রোহিঙ্গাদের ক্যাম্পে আগুন লাগল, একইসঙ্গে ঘটনাগুলো ঘটছে। সব দোষ আওয়ামী লীগের ওপর চাপায়। অক্সিজেন প্ল্যান্ট ব্লাস্ট হয়ে গেছে, দোষ কার? আওয়ামী লীগের। এখন আমার কাছে মনে হচ্ছে, মির্জা ফখরুল যেভাবে বলছেন, বাংলাদেশে এই মহূর্তে খুব বেশি গরম পড়লে বলবে দোষ আওয়ামী লীগের। খুব বেশি শীত হলে হঠাৎ করে বলবে দোষ আওয়ামী লীগের। বন্যা এলে দোষ আওয়ামী লীগের। বর্জ্রপাতে এত লোক মারা গেছে, সেই দোষও আওয়ামী লীগের। এটা বিএনপি বলতে পারে, বিএনপির মুখে কোনো কিছু বাধে না।'

'সরকার ক্ষমতায় আছে আত্মহত্যা করার জন্য? সরকার তো দেশে শান্তি চাইবে ক্ষমতায় থাকার জন্য। সরকার কেন গোলমাল লাগাবে! গোলমাল তো লাগাচ্ছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় থাকার জন্য কেউ গোলমাল করে না। ক্ষমতায় থাকার জন্য শান্তিপূর্ণ পরিবেশ সবাই চায়,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

US retailers lean on suppliers to absorb tariffs

Rather than absorbing the cost or immediately passing it on to consumers, many US apparel retailers and brands have turned to their suppliers in Bangladesh, demanding they share the pain

2h ago