খাদ্যমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায়

সাধন চন্দ্র মজুমদার
সাধন চন্দ্র মজুমদার। ছবি: সংগৃহীত

পিত্তথলির প্রদাহে অসুস্থ হয়ে পড়ায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে।

রোববার সকালে মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ১১টার দিকে তাকে নওগাঁ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন।

তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

জেলা সিভিল সার্জন আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, খাদ্রমন্ত্রী তীব্র কোলেসিস্টাইটিসে আক্রান্ত হয়েছেন।

পিআরও কামাল হোসেন জানান, শুক্রবার পোরশা উপজেলায় দলীয় সমাবেশে অংশ নিতে গিয়ে অসুস্থ বোধ করেন খাদ্যমন্ত্রী।

জেলা সিভিল সার্জনের পরামর্শে তিনি কিছু পরীক্ষা করেছিলেন এবং অ্যাকিউট কোলেসিস্টাইটিস ধরা পড়ে।

এক টেক্সট বার্তায় কামাল হোসেন বলেন, চিকিৎসকের পরামর্শে তাকে অবিলম্বে ঢাকায় নিয়ে  যাওয়ার সিদ্ধান্ত হয়।

সোমবার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের মৃত্যুবার্ষিকীসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে নিজ জেলায় অবস্থান করছিলেন খাদ্যমন্ত্রী।

Comments