পঞ্চগড়ে গুজব-ভাঙচুর-লুটপাটের অভিযোগে গ্রেপ্তার ১৯

আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা
পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ট্রাক টার্মিনাল এলাকায় গাড়িতে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে গুজব ছড়ানো, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুলিশ ১৯ জনকে গ্রেপ্তার করেছে।

আজ রোববার পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'গতকাল শনিবার সন্ধ্যার পর ফজলে রাব্বিসহ কয়েকজন যুবক মোটর সাইকেলে কয়েকটি এলাকায় গিয়ে আহমদিয়া সম্প্রদায়ের ২ জনকে হত্যার গুজব ছড়ালে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।'

'এই গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়,' উল্লেখ করে ওসি আরও বলেন, 'এর পরিপ্রেক্ষিতে দুষ্কৃতিকারীরা সড়ক অবরোধ ও গাড়িতে আগুন দেয়। তারা শহরে একটি জুতার দোকান লুটপাট ও ৩ দোকান ভাঙচুর করে।'

রাতে অভিযান চালিয়ে পঞ্চগড় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার রাজনগর এলাকার সোলায়মান আলীর ছেলে মো. ফজলে রাব্বীসহ (৩০) মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

গত শুক্রবার থেকে পঞ্চগড়ের আহম্মদনগরে আহমেদিয়া সম্প্রদায়ের ৩ দিনের সালানা জলসার পূর্ব ঘোষিত কর্মসূচি বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন ও এর সমমনা ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা জুমার নামাজের পর শহরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।

এতে ২ জন নিহত হন এবং ৭ পুলিশ সদস্যসহ প্রায় ৫০ জন আহত হন।

সংঘর্ষের এক পর্যায়ে আহমদিয়া সম্প্রদায়ের মানুষদের বসতি আহম্মদনগরে বিক্ষোভকারীরা হামলা চালিয়ে প্রায় ১৫০ বাড়িতে ভাঙচুর করে, আগুন দেয় ও লুটপাট চালায়।

Comments

The Daily Star  | English

Dhaka sends diplomatic note to Delhi to send back Hasina: foreign adviser

The Ministry of Foreign Affairs has sent a diplomatic note to the Indian government to send back ousted former prime minister Sheikh Hasina to Dhaka.

4h ago