পুলিশ সদর দপ্তরের সাবেক এআইজি মহিউদ্দিন ফারুকী সাময়িক বরখাস্ত

মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী। ছবি: সংগৃহীত

পুলিশ সদর দপ্তরের সাবেক সহকারী মহাপরিদর্শক (এআইজি-সাপ্লাই) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, 'পুলিশ অধিদপ্তর ঢাকার সাবেক এআইজি (সাপ্লাই) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, নৈতিকস্খলন, শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপ ও অসদাচরণের অভিযোগের মাত্রা এবং প্রকৃতি বিবেচনায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২ (১) অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।'

এতে আরও বলা হয়, 'সাময়িক বরখাস্তকালে তিনি পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago