ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

কুমিল্লার মুরাদনগর উপজেলার শুশুন্ডায় বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রিয়াজুল (২২) ও মোশারফ (২০)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার ও স্থানীয়রা জানান, মুরাদনগর সদরের দিকে যাওয়ার সময় সাতমোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ আরোহী নিহত হন। ট্রাক্টরের চালক ট্রাক্টর নিয়ে পালিয়ে যান।

Comments

The Daily Star  | English

Unclaimed import boxes clog 18% of Ctg port capacity

Around 200,000 tonnes of imported goods, stuffed in 9,644 containers, have been abandoned at Chattogram port for years – occupying 18 percent of its capacity, as customs officials point the finger at lengthy auction processes for the backlog.

12h ago