লালমনিরহাট

আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

সাজাপ্রাপ্ত জঙ্গিদের কঠোর নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। ছবি: সংগৃহীত

লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) ৫ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এ রায় দেন। এসময় আসামিদের সবাই আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন, আসম আলী লাল্টু, আবু নাঈম মিস্টার, লাল মিয়া, শফিউল আলম সাদ্দাম এবং আলী হোসেন। তাদের সবার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের মসরত মদাতি গ্রামে।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে রাতে এই জঙ্গিরা মসরত মদাতি গ্রামে একটি বিদ্যালয় মাঠে গোপনে বৈঠক করছিলেন। গোপন সংবাদে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি তাজা গুলি, বিভিন্ন জিহাদি বই, গান পাউডার ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এ ছাড়াও, তাদের কাছ থেকে 'জিহাদ কেন প্রয়োজন' নামে ১৯৯টি বইসহ রাষ্ট্রবিরোধী কয়েকটি বই উদ্ধার করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল দ্য ডেইলি স্টারকে জানান, আদালতের রায়ে তারা সন্তুষ্ট হয়েছেন। সাজাপ্রাপ্ত জঙ্গিদের কঠোর নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। ২০১৮ সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে তারা কারাগারে ছিলেন।

Comments

The Daily Star  | English

Actress Shomi Kaiser arrested in Uttara

On October 9, former prime minister Sheikh Hasina, Shomi Kaiser, folk singer and former lawmaker Momtaz Begum, former minister Tarana Halim, and 13 others were sued for attempting to kill a BNP activist -- Syed Hasan Mahmud -- in June 2022

21m ago