যত্নে থাকুক উলের পোশাক

শীত, পোশাক, উলের পোশাক
ছবি: সংগৃহীত

শীতের বিদায়ের পরপরই পোশাকের বদল ঘটতে শুরু করে। শীতে ব্যবহার করা উলের পোশাকের আবারও জায়গা হবে ওয়ারড্রোবে। তবে, শীত পোশাক তো শুধু তুলে রাখলেই হবে না, তার যত্নআত্তিও করতে হবে। তবেই এগুলো দীর্ঘদিন ভাল থাকবে। উলের পোশাক পরিষ্কার করা থেকে শুরু করে ওয়ারড্রোবে সঠিক উপায়ে রাখাতে কিছু টিপস তুলে ধরা হলো।

সোয়েটার বা শাল ধোওয়ার আগে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তারপর মাইল্ড ডিটারজেন্ট বা হ্যান্ডসোপ ঠান্ডা পানিতে মিশিয়ে ধুয়ে ফেলুন। এত রোয়া উঠবে না এবং অনেকদিন পর্যন্ত নতুনের মতো থাকবে। ইচ্ছে হলে বেবি শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি উলের পোশাক ধোওয়ার পর এক বালতি পানিতে সামান্য গ্লিসারিন বা ল্যাভেন্ডার অয়েল দিয়ে তাতে ডুবিয়ে নেন, এতে পোশাকের নরম ভাব বজায় থাকবে। উলের পোশাকে চা বা কফির দাগ লাগলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলার চেষ্টা করুন। পুরোটা ধোওয়ার দরকার নেই। ডিটারজেন্ট পানিতে ঘণ করে মিশিয়ে নরম স্পঞ্জে করে দাগের পরে হালকা করে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন, দাগ চলে যাবে। উলের পোশাক ধোওয়ার পরে হ্যাঙ্গারে ঝুলিয়ে ছায়াতে শুকাতে দিন তাহলে রঙ ভাল থাকবে। জ্যাকেট বা কোট পরার পর হ্যাঙ্গারে ঝুলিয়ে ব্রাশ দিয়ে ঝেড়ে নিন। আর ওয়ারড্রোবে রাখার সময় ভাঁজ করে না রেখে কাঠের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। যদি ওয়ারড্রোবে জায়গা না থাকে তাহলে জিপ লক ব্যাগে ভরে তুলে রাখুন। উলের পোশাক ধোওয়ার পর সম্ভব হলে ইউক্যালিপটাস তেল মেশানো পানিতে ডুবিয়ে নিন তাহলে পোকায় কাটার ভয় থাকবে না। পোশাকের উজ্জ্বলতাও বাড়বে। 

বিশেষ টিপস:

  • গরম পানিতে উলের পোশাক ধোবেন না।
  • ভাল উলের পোশাক ড্রাই ক্লিন করানো ভালো।
  • মাঝে মাঝে উলের জিনিস ওয়ারড্রোব থেকে বের করে রোদে দিন।
  • উলের পোশাক ইস্ত্রি করার সময় অবশ্যই উল্টে নিয়ে ইস্ত্রি করবেন

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

45m ago