তুরস্কে আবারো ভূমিকম্প: নিহতের সংখ্যা বেড়ে ৬, আহত ৪৫০

তুরস্কে আবারো ভূমিকম্প: নিহত ৩, আহত ২১৩
তুরস্কের আনতাকিয়া অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর এক ব্যক্তি ফোনে কথা বলছেন। ছবিটি গতকাল সোমবার তোলা হয়েছে। ছবি: রয়টার্স

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণাঞ্চলে আবারও ৬ দশমিক ৪ মাত্রার এবং ৫ দশমিক ৮ মাত্রার ২টি ভূমিকম্প হয়েছে।

সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপির সংবাদে বলা হয়, ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের ঠিক ৩ মিনিট পরেই ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে।

আনুষ্ঠানিক সূত্রে জানা গেছে, তুরস্কে সোমবারের ভূমিকম্পে মারা গেছেন ৬ জন এবং আহত হয়েছেন ৩০০ জনেরও বেশি। সিরিয়ায় আহতের সংখ্যা ১৫০। 

ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা ভবনে প্রবেশে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

গত ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে  ৪১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিজাস্টার রেসপন্স এজেন্সি এএফএডি।

এএফপির একজন সাংবাদিক আতঙ্কের দৃশ্য বর্ণনা করেছেন। তিনি জানান, নতুন করে হওয়া ভূমিকম্পে বিধ্বস্ত শহরের আকাশে ধুলোর মেঘ উড়তে দেখা গেছে।

অনেক বেশি ক্ষতিগ্রস্ত ভবনগুলোর দেয়াল ভেঙে পড়েছে এবং বহু মানুষ আহত হয়ে সাহায্য প্রার্থনা করেন।

ইফাদ জানিয়েছে, তুরস্ক এবং সিরিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর থেকে ৬ হাজারের বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

NCP to announce 'July manifesto' on Aug 3: Nahid

Central NCP leaders held a rally in Bogura today as part of their month-long "July March to Build the Nation" rally

1h ago