কাপ্তাই হ্রদে ট্রলার ডুবে ২ জনের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

রাঙ্গামাটি জেলায় কাপ্তাই হ্রদে ট্রলার ডুবে ২ জন মারা গেছেন। এ ঘটনায় আহত ৩ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে কাপ্তাই হ্রদে ডিসি বাংলোর কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'নৌকাডুবির ঘটনায় দুজন নিহত ও ৩ জন আহত হয়েছেন।'

মৃতরা হলেন-পুস্প রানী (৫০) ও চায়না রানী (৫৫)। আহতরা হলেন-মিনা রানী, স্বামী-স্ত্রী ননিতা বর্মন ও শচীন্দ্র মন্ডল। তারা সবাই জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার বাসিন্দা।.

রাঙ্গামাটি জেলা প্রশাসন সূত্র জানায়, ডুবে যাওয়া ট্রলারটিতে প্রায় ৬৪ জন যাত্রী ছিল। তারা জয়পুরহাট থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দিরে শিব চতুর্দশী মেলায় এসেছিলেন।। সেখান থেকে রাঙ্গামাটি এসেছেন।

ট্রলারের সবাইকে উদ্ধার করা হয়েছে, কেউ নিখোঁজ নেই বলে জেলা প্রশাসন জানায়। 

প্রত্যক্ষদর্শী রঞ্জিত বর্মন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ দুপুরের দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ৬৪ জনের একদল পর্যটক হ্রদে ভ্রমণে যান। সন্ধ্যার দিকে রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতু পরিদর্শন শেষে তারা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ঘাটে ফিরে যাচ্ছিলেন। এ সময় জেলা প্রশাসন বাংলোর পাশে কাপ্তাই হ্রদে পৌঁছালে ইঞ্জিন নৌকাটির সঙ্গে পানিতে ডুবে থাকা একটি গাছের ধাক্কা লাগে।'

তখন নৌকাটি পানিতে ডুবে যাওয়া শুরু করলে আরোহীরা পানিতে ঝাঁপ দেন। আশেপাশে বোট, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে দুজনকে মৃত ও ৩ জনকে আহত অবস্থায় পাওয়া যায়। 

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'জয়পুরহাট থেকে থেকে রোববার তারা সীতাকুণ্ডে তীর্থে এসেছিলেন। আজ বিকেলে তারা কাপ্তাই হ্রদে ভ্রমণে আসেন। ডিসি বাংলোর কাছাকাছি পৌঁছানোর পর নৌকাটি ডুবে যায়।'

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

48m ago