আশ্রয়ণের রড চুরির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

হবিগঞ্জে একটি আশ্রয়ণ প্রকল্পের রড চুরির অভিযোগে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও তার ছেলেসহ ৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

তারা হলেন সাবেক চেয়ারম্যান মো. মুখলেছ মিয়া, তার ছেলে তানজীম মিয়া ও হৃদয় মিয়া ।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক কামাল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রোববার রাতে শায়েস্তাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কার্য সহকারী শাওন হাসনাত।

মামলার এজাহারে বলা হয়, শনিবার রাতে নূরপুর ইউনিয়নের সুরাবই আশ্রয়ণ প্রকল্প থেকে ৮৫ কেজি রড চুরি হয়। রোববার বিকেলে মুখলেছ মিয়ার বাড়ি থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নূর দ্য ডেইলি স্টারকে বলেন, 'এর আগে আশ্রয়ণ প্রকল্পের অনেক কিছু চুরি হলেও আমরা তা ধরতে পারিনি। এবার এক বান্ডিল বা ৮৫ কেজি রড চুরি হওয়ার পর আমরা ধরতে পারি। চুরির পর আসামিরা রডগুলো বিক্রির জন্য একটি দোকানে নেন। ওই দোকানদার সেগুলো না কিনে প্রশাসনকে জানিয়ে দেন।'

Comments

The Daily Star  | English

Gaza civil defence says Israeli forces kill 23

Among the casualties were three children who were killed in an air strike on a home in Jabalia, northern Gaza

52m ago