ছাত্রলীগ সভাপতি

‘ছাত্রলীগ প্রেমের চিঠি লিখবে, নিপীড়নকারী হবে না’

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘রাজনৈতিকভাবে নৈরাজ্য সৃষ্টি করতে 'মিডিয়া ক্যু' করা সঠিক দায়িত্বশীল সাংবাদিকতা না। ছাত্রলীগ ১০০টি ভালো কাজ করলে একটি নিউজ হয় না। কিন্তু, ছাত্রলীগ একটি খারাপ কাজ করলে ১০০টি নিউজ হয়...’
ছাত্রলীগ, সাদ্দাম হোসেন, নারায়ণগঞ্জ,
নারায়ণগঞ্জের ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে ‘স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে’ আয়োজিত ছাত্রলীগের বিশেষ কর্মীসভা। ছবি: সংগৃহীত

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রেমিক হবে, ভালোবাসতে শিখবে। তারা মেয়েদের কাছে প্রেমের চিঠি লিখবে, নিপীড়নকারী হবে না। একইসঙ্গে যারা নারীদের ওপর আঘাত ও নিপীড়ন করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। ছাত্রলীগে লাঞ্ছনাকারী, নিপীড়নকারী, চাঁদাবাজদের কোনো স্থান নেই।

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে 'স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে' আয়োজিত ছাত্রলীগের এক বিশেষ কর্মীসভায় তিনি এসব বলেন।

তিনি বলেন, 'রাজনৈতিকভাবে নৈরাজ্য সৃষ্টি করতে 'মিডিয়া ক্যু' করা সঠিক দায়িত্বশীল সাংবাদিকতা না। ছাত্রলীগ ১০০টি ভালো কাজ করলে একটি নিউজ হয় না। কিন্তু, ছাত্রলীগ একটি খারাপ কাজ করলে ১০০টি নিউজ হয়। সংবাদ উপস্থাপন করার পর পাঠক সিদ্ধান্ত গ্রহণ করবে, কিন্তু মিডিয়া ট্রায়াল প্রত্যাশিত নয়।'

নেতাকর্মীদের তিনি বলেন, 'টানা ৩ বার ক্ষমতায় আছি, এতে আত্মতৃপ্ত হওয়ার সুযোগ নেই৷ আমাদের লড়াই শেষ হয়নি, লড়াই বাকি আছে। এই লড়াইয়ের শেষ আমাদের দেখতে হবে। দুর্নীতিবাজ, খুনিদের রাজনীতির কথা বলে বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে। গণতন্ত্রের বেশ ধরে দুর্নীতিবাজদের পুনর্বাসন করা যাবে না। বিদেশিদের প্রেসক্রিপশন যাদের কাছে গুরুত্বপূর্ণ তাদের সঙ্গে আপস নেই।'

ছাত্রলীগ সভাপতি বলেন, 'অনেকেই টিউশন ও টিফিনের টাকা বাঁচিয়ে ছাত্রলীগ করেন। তৃণমূল কখনো ভুল করে না। তৃণমূলের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে সবগুলো ইউনিট কমিটি হবে।'

বিলুপ্ত নারায়ণগঞ্জ মহানগর কমিটি শিগগির গঠন করা হবে বলেও জানান কেন্দ্রীয় সভাপতি।

কর্মীসভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেলসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

3h ago