বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য আমিরাতে ৫২ প্রবাসীকে সম্মাননা

বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য আমিরাতে ৫২ প্রবাসীকে সম্মাননা
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সবার হাতে পুরস্কার তুলে দেন। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৫ ক্যাটাগরিতে ৫২ জন বাংলাদেশি প্রবাসীকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান ও ৩৯ জন সিআইপিকে সংবর্ধনা দিয়েছে দুবাই কনস্যুলেট।

বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য পেশাজীবী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, ব্যাংকার, সাধারণ কর্মী, ব্যবসায়ী, কনসালটেন্ট, সাংবাদিক ও নারী পেশাজীবী রেমিট্যান্স প্রেরণকারীদের এ সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুবাই কনস্যুলেট প্রাঙ্গণে বাংলাদেশ দুবাই কনস্যুলেটের আয়োজনে প্রথমবারের মতো এই সম্মাননা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সবার হাতে পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, 'দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনেক, কষ্টার্জিত এই রেমিট্যান্সের ধারা অব্যাহত থাকলে দেশকে সম্পূর্ণরূপে দারিদ্র মুক্ত করতে পারবো ও দেশের অর্থায়নে লাভবান হবে, দেশ এগিয়ে যাবে।'

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর। তিনি বলেন, 'স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলোকে দেশে বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদেরও বিনিয়োগে আগ্রহী করতে হবে।'

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল দুবাই বিএম জাসাল হেসেন, লেবার কাউন্সেলর ফাতেমা জাহানসহ কমিউনিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি শিবলী আল সাদিক ও অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছেন৷

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

1h ago