৮০ হাজারের মধ্যে যে ৫ ল্যাপটপ

৮০ হাজারের মধ্যে যে ৫ ল্যাপটপ
৮০ হাজারের মধ্যে পাবেন যে ৫ ল্যাপটপ

ইন্টেলের ল্যাপটপগুলো পছন্দ করে থাকলে এবং একটি উচ্চ ও মাঝারি মানের ল্যাপটপ কিনতে চাইলে সবশেষ প্রজন্মের কোর আই-ফাইভ এবং কোর আই-সেভেন প্রসেসরগুলোই থাকে পছন্দের সারিতে প্রথম দিকে। এই ল্যাপটপগুলো মাঝারি মাত্রায় থ্রিডি এবং মিডিয়া প্রোডাকশনের কাজ করতে সক্ষম।

প্রকৌশলবিদ্যার ছাত্র এবং কন্টেন্ট নির্মাতাদের জন্য ৮০ হাজার টাকার মধ্যে কোর আই-ফাইভ এভং আই-সেভেন প্রসেসরের কিছু ল্যাপটপ নিয়েই আজকের এই লেখা। 

তবে মনে রাখতে হবে দাম এবং প্রাপ্যতা দোকান অনুযায়ী ভিন্ন হতে পারে।

৮০ হাজারের মধ্যে যে ৫ ল্যাপটপ

এসার এক্সটেনসা ১৫ ইএক্স২১৫-৫৪-৫৯৬বি

  • মূল্য: ৬২ হাজার টাকা
  • প্রসেসর: ইনটেল কোর আই-ফাইফ-১১৩৫জি৭ (৮ মেগাবাইট ক্যাশ, ২.৪০ গিগাহার্জ থেকে সর্বোচ্চ ৪.২০ গিগাহার্জ)
  • র‍্যাম: ৮ জিবি ডি ডি আর৪ 
  • স্টোরেজ: ২৫৬ জিবি এসএসডি+ ১ টিবি এইচডিডি
  • ডিসপ্লে: ১৫.৬" এফএইচডি (১৯২০×১০৮০)

২৫৬ জিবি এসএসডি, ৮ জিবি র‍্যামসহ এক্সটেনসা ১৫ ল্যাপটপটি এই দামের মধ্যে একটি সেরা পছন্দ হতে পারে। এর এসএসডিকে ব্যবহার করা যাবে অপারেটিং সিস্টেমসহ কম্পিউটারের অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর হোস্ট হিসেবে, ফলে ল্যাপটপের গতি বাড়বে। পাশাপাশি নির্ভরযোগ্য স্টোরেজ হিসেবে ১ টেরাবাইট এইচডিডি তো থাকছেই। আই-ফাইভ প্রসেসর এবং এসএসডি একত্রে এই ল্যাপটপটির দুর্দান্ত গতি নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

৮০ হাজারের মধ্যে যে ৫ ল্যাপটপ

রিয়েলমি বুক কোর আই-৫

  • মূল্য: ৭৪ হাজার টাকা
  • প্রসেসর: ইন্টেল কোর আই-ফাইভ-১১৩৫জি৭ (৮ মেগাবাইট ক্যাশ, ২.৪০ গিগাহার্জ থেকে সর্বোচ্চ ৪.২০ গিগাহার্জ) 
  • র‍্যাম: ৮ জিবি ডিডিআর৪
  • স্টোরেজ: ৫১২ জিবি এসএসডি 
  • ডিসপ্লে: ১৪" ২ হাজার (২১৬০×১৪৪০)

৩টি বৈশিষ্ট্য এই রিয়েলমি বুক কোরকে করেছে অতুলনীয়। আকর্ষণীয় ২ হাজার আইপিএস ডিসপ্লে, হালকা এবং সরু অ্যালুমিনিয়াম বডি এবং ৮ জিবির উচ্চ-গতিসম্পন্ন র‍্যাম। ডিসপ্লের আকার যদিও মাত্র ১৪ ইঞ্চি, তবে এর ছবির স্বচ্ছতা এবং মান বেশ উন্নত। তাই যারা নেটফ্লিক্স দেখতে ভালোবাসেন, তাদের জন্য এই ল্যাপটপটি হতে পারে অন্যতম পছন্দ। পাশাপাশি এর উন্নত মানের ডিসপ্লে কনটেন্ট নির্মাতাদের কাজেও বেশ সাহায্য করতে পারে। ল্যাপটপটি বহিরাবরণ পুরোপুরি অ্যালুমিনিয়ামে তৈরি, সেই সঙ্গে খুবই সরু গঠন এবং ডিসপ্লের চারপাশে হালকা বর্ডারের ব্যবহারের ফলে এটি দেখতে খুবই আকর্ষণীয়। 

এ ছাড়া এতে রয়েছে আলো সংবলিত কি-বোর্ড। তবে এর একটি সমস্যা হলো এতে ইউএসবি পোর্টের সংখ্যা কম। এতে শুধু একটি ইউএসবি-সি পোর্ট রয়েছে।

ল্যাপটপটিতে আছে ৪ হাজার ২৬৬ মেগাহার্টজের উচ্চ-গতিসম্পন্ন র‍্যাম। যেটি এর আই-৫ প্রসেসরের সঙ্গে একত্রে দারুণ গতিতে কাজ করবে। পাশাপাশি এতে রয়েছে নয়েজ-ক্যান্সেলেশন ফিচার-সম্বলিত 'হারমান' সাউন্ড সিস্টেম এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ পাওয়ার বাটন। সব মিলিয়ে ডিজাইনার, ভিডিও এডিটর এবং বিনোদনপ্রেমীদের জন্য এটি একটি আদর্শ পছন্দ। 

৮০ হাজারের মধ্যে যে ৫ ল্যাপটপ

এইচপি ১৫এস-এফকিউ৫৪৮৯টিইউ

  • মূল্য: ৭৭ হাজার টাকা
  • প্রসেসর: ইন্টেল কোর আইফাইভ-১২৩৫ ইউ (১২ মেগাবাইট ক্যাশ, ১.৩০ গিগাহার্জ থেকে ৪.৪০ গিগাহার্জ)
  • র‍্যাম: ৮ জিবি (৪+৪)
  • স্টোরেজ: ৫১২ জিবি এসএসডি
  • ডিসপ্লে: ১৫.৬" এফএইচডি (১৯২০×১০৮০)

সবশেষ প্রযুক্তির প্রসেসর চাইলে এইচপি-১৫ হতে পারে প্রথম পছন্দ। নতুন দ্বাদশ প্রজন্মের আই-ফাইভ প্রসেসরে মিলবে উন্নত পারফরম্যান্স এবং অধিক কর্মক্ষমতা। পাসমার্ক পরিচালিত টেস্ট রানে বিগত প্রজন্মের প্রসেসরগুলোর তুলনায় এই ল্যাপটপের প্রসেসরটি সিঙ্গেল কোর হিসেবে ২৬.৪৫ শতাংশ এবং মাল্টি-কোর হিসেবে ৩৯.৪২ শতাংশ অধিক ভালো পারফরম্যান্স দেখিয়েছে। এর ১০-কোর প্রসেসরটি বিগত চতুর্থ প্রজন্মের ৪-কোর এর তুলনায় অধিক শক্তিশালী। ফলে ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার এবং থ্রিডি শিল্পীদের কাজ অনেক সহজ করব তুলবে এই গ্যাজেটটি। প্রসেসর ছাড়াও এনভিএমই এসএসডি, সরু বর্ডারের ডিসপ্লে এবং পোর্টের সংখ্যাধিক্য এই ল্যাপটপটিতে  যোগ করেছে অনন্য মাত্রা। 

৮০ হাজারের মধ্যে যে ৫ ল্যাপটপ

ওয়ালটন ট্যামারিন্ড এমএক্স৭১১জি

  • মূল্য: ৭৬ হাজার টাকা
  • প্রসেসর: ইন্টেল কোর আই সেভেন-১১৬৫জি৭ (১.২ গিগাহার্জ থেকে ২.৮ গিগাহার্জ, সর্বোচ্চ ৪.৭ গিগাহার্জ) 
  • র‍্যাম: ৮ জিবি ডিডিআর৪
  • স্টোরেজ: ৫১২ জিবি এসএসডি
  • ডিসপ্লে: ১৪.০" এফএইচডি (১৯২০×১০৮০) আইপিএস

আই-সেভেন প্রসেসরের এই ল্যাপটপটি সাশয়ী মূল্যে বেশ কিছু সুবিধা নিয়ে এসেছে। যেমন এতে পাওয়া যাবে একটি বাংলা ফন্ট যুক্ত কি-বোর্ড। তবে ৮০ হাজার টাকার নিচে দ্বাদশ প্রজন্মের আই-সেভেন ল্যাপটপ না পাওয়া গেলেও এই ল্যাপটপটিতে পাওয়া যাচ্ছে একাদশ প্রজন্মের আই-সেভেন প্রসেসর। 
এই প্রসেসরটি সিপিইউ এবং জিপিইউ উভয় ক্ষেত্রেই বেশ ভালো কাজ করে। আইরিস এক্সই গ্রাফিকস এবং এনভিএমই এসএসডি সম্বলিত এই ল্যাপটপটিতে নিত্যদিনের কাজকর্ম বেশ অনায়াসেই করা সম্ভব। এই ল্যাপটপটির র‍্যাম ৩২ জিবি পর্যন্ত আপগ্রেডযোগ্য। পাশাপাশি এটিতে পাওয়া যাবে আসল উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম এবং এলইডি-সম্বলিত কি-বোর্ড। 

৮০ হাজারের মধ্যে যে ৫ ল্যাপটপ

এইচপি ১৫এস-ডিইউ৩০৩৯টিএক্স 

  • মূল্য: ৭৮ হাজার টাকা
  • প্রসেসর: ইন্টেল কোর আইফাইভ-১১৩৫জি৭ (৮ মেগাবাইট ক্যাশ, ২.৪০ গিগাহার্টজ থেকে সর্বোচ্চ ৪.২০ গিগাগার্জ)
  • জিপিইউ: এনভিডিয়া জিফোর্স এমএক্স৪৫০ ২ জিবি ডিডিআর৫
  • র‍্যাম: ৮ জিবি ডিডিআর৪ 
  • স্টোরেজ: ১ টেরাবাইট এসএসডি
  • ডিসপ্লে: ১৫.৬" এফএইচডি (১৯২০×১০৮০)

এই মূল্যের একটি ল্যাপটপে এসএসডি না থাকা একটি নেতিবাচক দিক বটে, তবে এর উন্নতমানের জিপিইউ এই অভাব কিছুটা হলেও পূরণ করে। এর এমএক্স৪৫০ জিপিইউর সাহায্যে মধ্যম থেকে উচ্চমানের গ্রাফিকস সেটিংসসহ ভিডিও গেমও খুব ভালোভাবেই খেলা সম্ভব হয়। ২ জিবির গ্রাফিক্স মেমোরি থাকায় এই ল্যাপটপে গ্রাফিক্স ডিজাইন, থ্রিডি অ্যানিমেশন, ভিডিও এডিটিংয়ের কাজগুলো করা যাবে অনায়াসেই। আর চাইলে আরেকটু খরচ করে এসএসডি সংযুক্ত করে নেওয়া হলে ল্যাপটপটি হয়ে উঠবে স্বয়ংসম্পূর্ণ। 

 

অনুবাদ করেছেন নাফিসা ইসলাম মেঘা
 

Comments

The Daily Star  | English
US election outcome’s likely impact on the Russia-Ukraine war

US election outcome’s likely impact on the Russia-Ukraine war

The endgame of the Ukraine war remains uncertain with US policy likely to be influenced by the outcome of the US election.

3h ago