‘কাজের পেছনের চিন্তাটাই বড়’

'এক টাকায় আহার' এর মাধ্যমে নারায়ণগঞ্জে ২০১৩ সালে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন এ বছর দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই পথশিশু, সুবিধাবঞ্চিত দরিদ্র ও অসচ্ছল শিশুদের মৌলিক শিক্ষা, আহার, চিকিৎসা এবং আইনসেবা দিয়ে আসছে বিদ্যানন্দ। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্যতিক্রমী উদ্যোগ দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

আজকের স্টার স্পেশালে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং ফাউন্ডেশনের দর্শন নিয়ে শরিফুল হাসানের সঙ্গে আলোচনায় আছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

9h ago