নৌকাডুবে নিহতদের ৯ জনের পরিবারকে মোট ১৫ লাখ টাকা দিলো বিদ্যানন্দ

করতোয়ায় নৌকাডুবিতে নিহতদের পরিবারকে বিদ্যানন্দের আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। ছবি: কামরুল ইসলাম রুবাইয়াত/স্টার

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারানো ৯ অসহায় পরিবারকে মোট ১৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।  

এর মধ্যে ৩ লাখ টাকা পেয়েছে ১টি পরিবার, ২ লাখ করে ৪ পরিবার এবং ১ লাখ করে সহায়তা পেয়েছে ৪ পরিবার।

সোমবার পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এই টাকা পরিবারগুলোর কাছে হস্তান্তর করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, 'নৌকাডুবিতে যারা তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষকে হারিয়েছেন সেই পরিবারগুলোর জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই সহায়তা।'

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, 'নৌকাডুবির ঘটনায় ক্ষতিগ্রস্ত সব পরিবারগুলোর সহায়তা প্রয়োজন। আমরা এবারের মতো সেই পরিবারগুলোকে অধিক প্রাধান্য দিয়েছি যারা তাদের একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন।'

৩ লাখ টাকা পাওয়া পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া গ্রামের চন্দনা রানী দ্য ডেইলি স্টারকে জানান, ৬ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনের উৎস ছিলেন তার স্বামী। নৌকাডুবিতে স্বামীর মৃত্যুতে তিনি ২ নাবালক ছেলে ও বৃদ্ধ শ্বশুর ও শাশুড়িকে নিয়ে খুবই অসহায় হয়ে পড়েছেন।   

দেবীগঞ্জ উপজেলার ছোট শিকারপুর শালডাঙ্গা গ্রামের মদন চন্দ্র বর্মণ (৮০) পেয়েছেন ২ লাখ টাকা। নৌকাডুবিতে তার ৭ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলে ভূপেন চন্দ্রকে (৪০) হারিয়েছেন। হারিয়েছেন পুত্রবধূ রূপালী রানীকেও (৩৫)।   

আর্থিক সহায়তা পেয়ে তিনি ডেইলি স্টারকে বলেন, 'এমন কঠিন সময়ে এই আর্থিক সহায়তা বাচ্চাগুলোকে নিয়ে বাঁচতে অনেকটা সাহস জোগাচ্ছে।'   

গত ২৫ সেপ্টেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে মহালয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়ার ঘাটে শতাধিক যাত্রীবাহী একটি নৌকা করতোয়া নদীতে ডুবে যায় ।

এ ঘটনায় ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩ জন এখনো নিখোঁজ আছেন। 

 

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

17m ago