গত বছর ১০ বার মার্কিন বেলুন আকাশসীমা লঙ্ঘন করেছে: চীন
বেলুন নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের টানাপড়েন বাড়ছেই। এবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছরে চীনের আকাশসীমায় ১০ বারের বেশি বেলুন উড়িয়েছে যুক্তরাষ্ট্র।
বিবিসি জানায়, গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র তার আকাশসীমায় একটি সন্দেহভাজন গুপ্তচর বেলুন গুলি করে ভূপাতিতের পর চীন বলেছিল, এটি বেসামরিক বেলুন।
এরপর থেকেই ২ দেশের সম্পর্কের অবনতি ঘটে। সম্প্রতি যুক্তরাষ্ট্র জানায় যে, তারা আরও কয়েকটি অজ্ঞাত বস্তুকে গুলি করে ভূপাতিত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে আজ সোমবার বেইজিং জানায়, যুক্তরাষ্ট্র অনেকবার আকাশসীমা লঙ্ঘন করেছে।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, 'অন্য দেশের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের অবৈধ প্রবেশ করার ঘটনা অস্বাভাবিক নয়।'
'শুধু গত বছর থেকে যুক্তরাষ্ট্রের বেলুনগুলো বেইজিংয়ের অনুমোদন ছাড়াই চীনের আকাশসীমায় ১০ বারের বেশি অবৈধভাবে উড়েছে', যোগ করেন তিনি।
ওয়াং ওয়েনবিন বলেন, 'যুক্তরাষ্ট্রের প্রথমে উচিত ছিল একটি পরিষ্কার স্লেটের মাধ্যমে কাজটি শুরু করা। চীনকে গালি ও দোষারোপ করার পরিবর্তে তাদের আত্ম-প্রতিফলনের মধ্য দিয়ে যাওয়ার প্রয়োজন ছিল।'
তিনি বলেন, 'বেইজিং একটি দায়িত্বপূর্ণ এবং পেশাদার পদ্ধতিতে অনুপ্রবেশের জবাব দিয়েছে।'
ওয়াং ওয়েনবিন আরও বলেন, 'চীনের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বেলুন উড়ার বিষয়ে যদি আরও জানার থাকে, তাহলে বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করুন।'
তবে এখন পর্যন্ত বেইজিংয়ের অভিযোগের কোনো প্রতিক্রিয়া দেয়নি ওয়াশিংটন।
Comments