বাবার সঙ্গে দেখা করতে গিয়ে ট্রাকচাপায় শিশু নিহত

ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবোতে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. সানি (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

আজ রোববার দুপুর ১টা ১৫ মিনিটে মহাসড়কের নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সানি বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের ব্যবসায়ী আরমান হোসেনের ছেলে। শিশুটি মাদরাসা শিক্ষার্থী ছিল।

হাইওয়ে পুলিশ ও শিশুর দাদা মো. গছিকিন মিয়া জানান, সানি মাদরাসা ছুটির পর নায়ায়ণপুর বাসস্ট্যান্ডে তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। শিশুটি চাকায় লেগে থাকা অবস্থায় তাকে টেনে নিয়ে ১০-১৫ গজ দূরে গিয়ে ট্রাকটি থামে। এতে শিশুটি গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয়রা এগিয়ে এসে চালককে আটক করেন। আহত সানিকে প্রথমে ভৈরব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে।

ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক (ইনচার্জ) মোজাম্মেল হক বলেন, 'ট্রাক ও চালক থানা হেফাজতে আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'

Comments

The Daily Star  | English

Weight chart for prison staffers

Launched for the first time, the initiative aims to foster a more disciplined, smart, and health-conscious prison force through exercise and dietary regulation, prisons officials said.

1d ago