তুরস্ক-সিরিয়ায় মৃত্যু বেড়ে ১১ হাজার ৭০০

গতকাল মঙ্গলবার তুরস্কের মালাটিয়াতে ভূমিকম্পে ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপে মরদেহ ও জীবিতদের উদ্ধারে দিনরাত কাজ করছে উদ্ধারকারী দল। ছবি: এএফপি

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১ হাজার ৭০০ ছাড়িয়েছে।

আনুষ্ঠানিক সূত্রের বরাতে আজ বুধবার রাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৭১৯ জন।

গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক এই ভূমিকম্পে ভেঙে পড়া কয়েক হাজার ভবনের ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারে দিনরাত কাজ করছে উদ্ধারকারী দল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আটকে পড়া ব্যক্তিদের আত্মীয়রা ধ্বংসস্তূপের পাশে অপেক্ষা করছেন। তাদের আশা, স্বজনদের হয়তো জীবিত খুঁজে পাওয়া যাবে। কিন্তু, তীব্র শীতের কারণে উদ্ধার প্রচেষ্টা কঠিন হয়ে উঠেছে। গৃহহীনদের দুর্দশা বেড়েছে। এছাড়া, কিছু এলাকায় বিদ্যুৎ ও জ্বালানি নেই। ফলে, উদ্ধারকারীরা হিমশিম খাচ্ছেন।

এর আগে ২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৮ হাজার ৮০০ জন নিহত হয়েছিল।

Comments

The Daily Star  | English

Secretariat entry passes for all private individuals cancelled

Journalists' accreditation cards also cancelled until further notice

1h ago