নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর

ইরফান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ছবি: সংগৃহীত

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ বুধবার এই মামলার শুনানির তারিখ নির্ধারিত ছিল। ইরফান সেলিম শুনানিতে উপস্থিত ছিলেন না, আইনজীবীর মাধ্যমে তিনি সময় চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জমান নূর ইরফান সেলিমের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অন্য ৪ আসামি হলেন—ইরফান সেলিমের দেহরক্ষী জাহিদুল মোল্লা, গাড়িচালক মীজানুর রহমান, মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এ বি সিদ্দিক দীপু ও সহযোগী কাজী রিপন।

এদের মধ্যে জাহিদুল বর্তমানে কারাগারে আছেন। মীজানুর ও দীপু জামিনে মুক্ত আছেন এবং কাজী রিপন পলাতক।

আদালত অভিযোগ পড়ে শোনালে জাহিদুল , মীজানুর ও দীপু নিজেদের নির্দোষ দাবি করেন এবং মামলা থেকে অব্যাহত দেওয়ার আর্জি জানান।

সাক্ষগ্রহণের জন্য আগামী ৬ মার্চ আদালত তারিখ নির্ধারণ করেছেন।

পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা মমিনুল হক ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।

Comments

The Daily Star  | English

Ex-army chief freedom fighter Safiullah passes away

The prominent sector commander of liberation war breathed his last while undergoing treatment at CMH

52m ago