বগুড়ায় সাবেক নারী ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ায় নিজ বাড়ি থেকে সাবেক নারী ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত নার্গিস আরা বেগম (৫৫) শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য ছিলেন।

আজ রোববার বিকেলে ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বগুড়া শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নার্গিস আরা বেগম বাড়িতে একাই থাকতেন। তার স্বামী মৃত আব্দুল কাদের বিএনপি নেতা ছিলেন বলে জানা গেছে।

সহকারী পুলিশ সুপার তানভীর হাসান বলেন, 'নার্গিস আরা বাড়িতে একাই থাকতেন। তিনি তার বোনের বাড়ি মোকামতলা বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে শনিবার রাতে বাড়িতে ফেরেন।'

আজ বিকেল স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশকে জানায়।

মৃত্যুর কারণ জানতে চাইলে তানভীর হাসান বলেন, 'ধারণা করছি তার অনুপস্থিতে বাড়িতে কেউ চুরির উদ্দেশে ঢুকেছিল। তিনি বাড়ি ফেরার পর হয়ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে গেছে চোর।'

পুলিশ হত্যাকাণ্ডের কারণ জানতে ও হত্যাকারীকে আটকের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Family reunited after 18 years

Stranded in Malaysia, man finally comes back home

52m ago