এবার ওবায়দুল কাদেরকে হিরো আলমের চ্যালেঞ্জ

আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ জানিয়েছেন সম্প্রতি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

আজ রোববার দুপুরে হিরো আলম বগুড়া-৪ আসনের ৪৫টি কেন্দ্রের ভোট পুনর্গণনার জন্য বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে আবেদন জমা দেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন।

এ সময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, 'ওবায়দুল কাদের স্যার কথায়–কথায় বলেন, "খেলা হবে। শক্তিশালী দল হলে খেলা হবে।" তাকে জোর গলায় বলতে চাই, সবার সঙ্গে আপনাকে খেলতে হবে না। একটা নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবো, আপনি দলীয় প্রার্থী হিসেবে দাঁড়ান। সুষ্ঠু একটা নির্বাচন দেন, দেখেন খেলা হয় কি না।'

ওবায়দুল কাদেরের উদেশে তিনি বলেন, 'তিনি নাকি খেলার মতো খেলোয়াড় খুঁজে পান না। আমার সঙ্গে নির্বাচনে আসেন। কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি থাকবে, ভোটারদের ভয় দেখানো হবে না, সুষ্ঠু নির্বাচন দেন। তারপর দেখুন খেলা হয় কি না?'

'ওবায়দুল কাদেরকে আমি চ্যালেঞ্জ করতে চাই। সুষ্ঠু নির্বাচন দিক, আমি ভোট করে দেখাব,' যোগ করেন তিনি।

হিরো আলম আরও বলেন, 'ওবায়দুল কাদের স্যার বলেছেন, হিরো আলম সংসদে গেলে নাকি সংসদ ছোট হবে। তাহলে যখন আইন করা হয়েছিল যে আইন সবার জন্য সমান, সবার নির্বাচনে দাঁড়ানোর অধিকার আছে। কিন্তু আমরা যখন মনোনয়নপত্র নিলাম, তখন কেন বললেন যে যাদের যোগ্যতা নেই, যাদের লেখাপড়া নেই, তারা ভোটে দাঁড়াতে পারবে না। তখন তো তারা বলেননি যে যোগ্যতা না থাকলে, মামা-খালু না থাকলে মনোনয়ন কিনতে পারবেন না। যখন আইন করা হয়, তখন তো তারা এসব বলেননি।'

 

Comments

The Daily Star  | English

Extortion will no longer be tolerated: DMP chief

He urged rickshaw drivers to provide the names of the extortionists and promised strict action

29m ago