ঢাকায় মালয়েশিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয়েৱ ক্যাম্পাস

ইউসিএসআইর বাংলাদেশ ক্যাম্পাস
ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ক্যাম্পাসের ‘সফট লঞ্চ’ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের লা কাদরি হোটেলে হয়ে গেল ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ক্যাম্পাসের 'সফট লঞ্চ' অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ।

গতকাল শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুয়ালালামপুরের এ বিশ্ববিদ্যালয়টি প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্যাম্পাস চালু করতে যাচ্ছে। আগামী মে মাসে ঢাকার বনানীতে এর শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাদেশ থেকে শতাধিক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী দাতো সেরি মোহাম্মাদ খালেদ বলেন, 'ইউসিএসআই ইউনিভার্সিটি দিন দিন নিজেদের মান উন্নয়ন করছে। মালয়েশিয়ার সরকার চায় শিক্ষা-সংস্কৃতি আদান-প্রদানের মাধ্যমে সবার সঙ্গে সম্পর্ক তৈরি করতে। এ ছাড়া গবেষণার ক্ষেত্রে সরকার বিশেষ জোর দিচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে গ্লোবাল হাবে পরিণত করতে চাই। ইউসিএসআইর এই সফট লঞ্চ তারই ধারাবাহিকতা।'

ইউসিএসআই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর দাতুক ড. সিতি হামিসাহ তাপসির বলেন, 'নতুন এই ক্যাম্পাস শিক্ষার সংযোগ তৈরি করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নতুন পথের দিশা পাবেন। তারা মেধা-দক্ষতা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবেন। আমাদের নতুন ক্যাম্পাসে গবেষণাকে বেশি গুরুত্ব দেব।'

সংশ্লিষ্টরা জানিয়েছেন—নতুন ক্যাম্পাসে বিজনেস, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল সায়েন্সসহ ২৪ বিষয়ে ডিগ্রি দেওয়া হবে। নতুন ক্যাম্পাসে ৫ হাজার শিক্ষার্থী পড়াশুনা করতে পারবেন। বর্তমানে বিশ্ববিদ্যালয় তালিকায় এর অবস্থান ২৮৪তম।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

5h ago