চীনা ও ভারতীয়দের ৩০ দিনের ভিসা-ফ্রি সুবিধা দেবে মালয়েশিয়া

মালয়েশিয়া, আনোয়ার ইব্রাহিম, চীন, ভারত, মালয়েশিয়া ভ্রমণ, মালয়েশিয়ার ভিসা,
রয়টার্স ফাইল ফটো

চীন ও ভারতীয় নাগরিকদের আগামী ১ ডিসেম্বর থেকে ৩০ দিনের ভিসা-মুক্ত প্রবেশাধিকার দেবে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, পর্যটন ও দেশের অর্থনীতিকে গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ নভেম্বর ঐক্য সরকারের ক্ষমতার এক বছরপূর্তি উপলক্ষে পার্টি কেদিলান রাকিয়াতের (পিকেআর) কংগ্রেসের শেষ দিনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, 'আগামী বছর চীনের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনে ১ ডিসেম্বর থেকে আমরা চীনের নাগরিকদের ৩০ দিনের ভিসা-ফ্রি সুবিধা দেব।'

তিনি আরও বলেন, 'ভারতের নাগরিকরাও একই সুবিধা ভোগ করবেন।'

এর আগে, গত ২৪ নভেম্বর চীন ঘোষণা দিয়েছিল তারা ১৫ দিনের জন্য মালয়েশিয়া ও পাঁচটি ইউরোপীয় দেশের নাগরিকদের ভিসা-মুক্ত প্রবেশের অনুমতি দেবে। তারপর মালয়েশিয়া এই সিদ্ধান্ত নিলো।

মালয়েশিয়ায় সর্বাধিক পর্যটক আসে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া থেকে। তবে আসিয়ানের বাইরে চীনের পর্যটকের সংখ্যা বেশি।

গত সেপ্টেম্বরে মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী তিয়ং কিং সিং বলেছিলেন, মালয়েশিয়া চীনা পর্যটকদের জন্য ভিসা ছাড় কার্যকর করতে প্রস্তুত আছে। মালয়েশিয়ায় চীনের নাগরিকদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নেওয়া হবে। ভারত থেকে আসা পর্যটকরাও একই সুবিধা পাবেন।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

5h ago