‘সরকার মানুষের পকেট কাটতে কাটতে এখন পকেট নিংড়ানোর নীতি নিয়েছে’

সিপিবি

সিলিন্ডার গ্যাসের দামবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, সরকার দাম বৃদ্ধির পাগলা ঘোড়া ছেড়ে সাধারণ মানুষের জীবনকে তছনছ করে তুলেছে।

সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়, 'গ্যাসের দাম বৃদ্ধি, ১৯ দিনের মধ্যে ২ বার বিদ্যুতের দাম বৃদ্ধি, আজ সিলিন্ডার গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধি, ওষুধ, ডিটারজেন্ট, নিত্যপণ্যসহ ব্যবহার্য জিনিসের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে তছনছ করে ফেলছে।'

'সমাজের কিছু সুবিধাভোগী মানুষের জীবনে এই মূল্যবৃদ্ধির আঁচড় লাগে না। অথচ এই মূল্যবৃদ্ধিতে প্রকৃত আয় কমে যাওয়া অধিকাংশ মানুষের জীবন অতিষ্ঠ হওয়া বেড়েই চলেছে। সরকার সাধারণ মানুষের পকেট কাটতে কাটতে এখন পকেট নিংড়ানোর নীতি নিয়েছে', যোগ করা হয় বিবৃতিতে।

এতে আরও বলা হয়, 'গ্যাস আমাদের নিজস্ব সম্পদ। যথাসময়ে স্থল ও সমুদ্রভাগের গ্যাস অনুসন্ধান, উত্তোলন এবং জ্বালানি ক্ষেত্রে ভুলনীতি, দুর্নীতি, অব্যবস্থাপনা, অনিয়ম দূর করতে পারলে আজ গ্যাসকে আমদানি নির্ভর করতে হতো না। অথচ এ দায় আজ সাধারণ মানুষের ওপর চাপানো হচ্ছে। এটা অন্যায়, অযৌক্তিক, অনৈতিক।'

বিবৃতিতে সিলিন্ডার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, সরকারি কোম্পানির উৎপাদন বৃদ্ধি ও ওই দামে সারাদেশে সিলিন্ডার গ্যাস সরবরাহের দাবি জানানো হয়।

এতে বলা হয়, 'পাচারের টাকা ফেরত আনা, খেলাপি ঋণ আদায় করার উদ্যোগ না নিয়ে সরকার লুটেরা ব্যবসায়ী ও কমিশনভোগীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত।'

'মূল্যবৃদ্ধি ও লুটেরাদের পাহারাদার বর্তমান সরকারের' বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান সিপিবি নেতারা।

Comments

The Daily Star  | English

Elections entirely Bangladesh's internal matter: Shafiqul

'Wounds caused by crimes against humanity perpetrated by AL still fresh,' says CA's press secretary

1h ago