ভাটারায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, দম্পতির মৃত্যু

নারায়ণগঞ্জে ‘গ্যাস লিকেজ থেকে’ আগুন, দগ্ধ ৫
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর ভাটারা এলাকায় সিলিন্ডারের লিকেজ থেকে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন ধরে গেলে তাতে দগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- আব্দুল মজিদ সিকদার (৭২) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪৭)।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ইমরান জানান, আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে সৈয়দনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্যাস লিক থেকে আগুন লাগার পর ৬ তলা ভবনের তৃতীয় তলায় থাকা ওই দম্পতি দগ্ধ হন।

আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থল পৌঁছায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

Comments

The Daily Star  | English

Family reunited after 18 years

Stranded in Malaysia, man finally comes back home

1h ago