মুন্সীগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

মুন্সীগঞ্জের শ্রীনগরে সত্যরঞ্জন দত্ত (৬৪) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের জুশুরগাঁও এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

সত্যরঞ্জন দত্তের ভাই উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধীর দত্ত ও স্থানীয়রা জানান, সত্যরঞ্জন স্থানীয় এম রহমান শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে ভুসির ব্যবসা করতেন। প্রতিদিন সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি চলে আসতেন তিনি। কিন্তু আজ সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না আসায় স্বজনরা খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে বাড়ি সংলগ্ন কবরস্থানের পাশে তাকে পড়ে থাকতে দেখেন তারা। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অধীর দত্ত বলেন, 'আমার সন্দেহ হচ্ছে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। তবে কী কারণে আমার ভাইকে তারা হত্যা করল বুঝতে পারছি না। আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই।'

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, 'মরদেহ ময়নাতদন্ত করার জন্য বৃহস্পতিবার মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।'

শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান, 'দেখে মনে হচ্ছে ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। তার শরীরে ৬টি ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।'

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

8h ago